বিশ্বকাপ ঘিরে শিক্ষার্থীদের নিয়ে আইএসইউ কুইজ শুরু
নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্দ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা “আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস” । মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
দেশের সেরা ২৪টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১৫, ১৬ ও ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন।
“আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস” কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং ক্রীড়া উপস্থাপক কাজী সাবির। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ,টি,এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস এর আয়োজনকে ভিন্নধর্মী উল্ল্যেখ করে বলেন, এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের বেশি করে যুক্ত রাখতে হবে। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ্য রাখা দরকার। তারা প্রত্যাশা করেন, বাংলাদেশ এগিয়ে যাবে একটা জিনিয়াস প্রজন্মের হাত ধরে।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, রানার্স আপ দল যথাক্রমে ৩০ হাজার এবং ১৫ হাজার টাকা পাবে। টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট।
আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে যমুনা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স কো: লি:, জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা।