ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে নারী সহকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
সোমবার (১৬ অক্টোবর) জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আইএফআইসি টাওয়ারে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। এ সময় তিনি ব্যাংকের কর্মীদের জন্য গৃহীত বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষামূলক ধারাবাহিক কার্যক্রমসমূহ তুলে ধরেন।
কর্মশালাটির তত্ত্বাবধায়নে ছিলেন কলপোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা রিপা ও ডাঃ কাইয়ুমা খানম এবং অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাঃ নন্দিনী সরকার ও ডাঃ ফাহিমা চৌধুরী। দেশব্যাপী ব্যাংকের সকল শাখা-উপশাখা থেকে নারী কর্মীরা সচেতনতামূলক এই কর্মশালায় ভার্চুয়াল প্ল্যার্টফমের মাধ্যমে অংশগ্রহণ করেন।