আজ আসছে ৬২ কোম্পানির লভ্যাংশ-ইপিএস
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬২ কোম্পানির পর্ষদ সভা আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে, সেগুলোর মধ্যে রয়েছে-আজিজ পাইপ, আনোয়ার গ্যালভেনাইজিং, এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, বিডিকম, বিডিথাই ফুড, বেঙ্গল উইন্ডশোর, বিডি অটোকারস, এমারেন্ড ওয়েল, দুলামিয়া কটন, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, প্যাসেফিক ডেনিম-পিডিএল, জাহিন স্পিনিং, জিকিউ বলপেন,রেনউইক যজেনশ্বর, নাভানা সিএনজি, শ্যামপুর সুগার, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, শাহাজীবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, এসকে ট্রিম, ফাইন ফুড, রিং শাইন, শাশা ডেনিম, মবিল যমুনা, সী পার্ল, ভিএফএস থ্রেড, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, অরিজা এগ্রো, মাস্টার এগ্রো, মোস্তফা মেটাল ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
আর যেসব কোম্পানি তৃতীয় ও প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে সেগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, আইডিএলসি, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, ন্যাশনাল লাইফ, স্টান্ডার্ড ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, আরএকে সিরামিক, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, আজিজ পাইপ, রেনউইক যজেনশ্বর ও শ্যামপুর সুগার লিমিটেড।
উল্লেখ্য, আজ জেমিনি সী ফুডের লভ্যাংশ ঘোষণার কথা ছিল। কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার তারিখ পরিবর্তন করে ০৫ নভেম্বর নির্ধারণ করেছে।