মার্কেন্টাইল ব্যাংকের সাথে ডিএসই ও সিএসই’র ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
২৫ অক্টোবর বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চীফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড পাবলিক অফারিং এর জন্য দুই পুঁজিবাজারে ইউনিফর্ম ও ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে তালিকাভুক্ত হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) সাইফুর রহমান মজুমদার, মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখা প্রধান ফারুক আহমেদ এবং ট্রেজারী ডিভিশনের এফভিপি মোহাম্মদ তারেক পারভেজ খানসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।