পিছিয়েছে এমারেল্ড অয়েলের লভ্যাংশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত পর্ষদ সভা পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি অনুষ্ঠিত হয়নি।
আলোচিত পর্ষদ সভাটি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ওই সভায় গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদনটি অনুমোদন করলে তার ভিত্তিতে সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হবে।
খাদ্য খাতের কোম্পানিটি সর্বশেষ তথা ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৮ পয়সা।
গত ৭ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটি প্রথম তিন প্রান্তিকের মুনাফার বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে।