আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ অক্টোবর ২০২৩, রবিবার |

kidarkar

হরতালের প্রভাব পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২৯ অক্টোবর) পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসইর সব সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক সামান্য বেড়েছে। হরতালের দিনে দেশের দুই শেয়ারবাজারে দুই রকম চিত্র দেখা গেছে।
তবে দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতা থাকলে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারেই। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৫.২২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬১.৬০ পয়েন্টে এবং দুই হাজার ১৩৫.০৪ পয়েন্টে।
ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির বা ১৮.৮৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯১টির বা ৩০.৬৪ শতাংশের এবং ১৫০টির বা ৫০.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ২৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৭.১৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২.৪৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট এবং সিএসআই ০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.০৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮.৭২ পয়েন্টে, একহাজার ৩০৭.৪২ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৪২ পয়েন্টে।
আজ সিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৬২৩ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.