মার্কেন্টাইল ব্যাংকের ৪টি উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন স্থানে আরও ৪টি উপশাখা আজ উদ্বোধন করেছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৪টি উপশাখার উদ্বোধন করেন।
প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে ৪টি উপশাখার কার্যক্রম শুরু করেন।
উপশাখাগুলো হলো – ঢাকায় মিরপুর সেকশন-৬ উপশাখা ও মনিপুরী পাড়া উপশাখা, চট্টগ্রামে স্টীল মিল উপশাখা এবং নরসিংদীতে রায়পুরা উপশাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে য্ক্তু হয়ে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এএমডি মতিউল হাসান।
উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী। ৪টি ভিন্ন উপশাখায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নরসিংদীর রায়পুরা পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, ব্যবসায়ী মোঃ কামাল মোল্লা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহনূর বেগম, ব্যবসায়ী মোহাম্মদ আলী, মোহাম্মদ ইলিয়াস, ড. কাজী কামাল আহমেদ, সৈয়দ আনসার উল্লাহ ও রাইস উদ্দিন আহমেদ রঞ্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, ৪টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও রিজিওনাল হেডসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।