নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দেওয়া হবে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী মিডিয়া মালিকদেরও এই কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান।
ওয়েজবোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি চলছে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে ওয়েজবোর্ড বাস্তবায়নের দায়িত্ব মালিকদের।
টেলিভিশন সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।