আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

লভ্যাংশ -ইপিএস ঘোষণার তারিখ জানাল ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার  তালিকাভুক্ত ৬  কোম্পানি পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ  ও ইপিএস প্রকাশ করবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস, খান ব্রাদার্স পিপি ব্যাগ, জেএমআই হসপিটাল, বিআইএফসি, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টিউবস ও খান ব্রাদার্স পিপি ব্যাগ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

অন্যদিকে, জেএমআই হসপিটাল, ন্যাশনাল টিউবস, বিআইএফসি ও অলটেক্স ইন্ডাষ্ট্রিজ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সমাপ্ত অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। কোম্পানিটি এর আগে ২ নভেম্বর পর্ষদ সভার কথা জানিয়েছিল।

কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ নভেম্বর বিকাল ৫টায়, বিআইএফসি ৭ নভেম্বর বিকাল ৩টায়, জেএমআই হসপিটাল ৮ নভেম্বর বিকাল পৌনে ৩টায়, ন্যাশনাল টিউবসের ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, অলপেক্স ইন্ডাষ্ট্রিজের ৮ নভেম্বর বিকাল ৩টায় এবং খান ব্রাদার্স পিপি ব্যাগের ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.