সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেন্ড অয়েলের ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৯১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার, সোনালী আঁশের ৬৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৪৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ৪০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।