ইউনিয়ন ব্যাংকের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ (১ম পর্ব)
নিজস্ব প্রতিবেদক: শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল ও লালদিঘী শাখার শাখা প্রধান এসভিপি মোঃ আরফান আলী, প্রধান কার্যালয়ের বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এসভিপি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ভিওসিডি এর প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার এবং বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের উপশাখা ইনচার্জবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।