যমুনা ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত
নিজের প্রতিবেদক: যমুনা ব্যাংক পিএলসির মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ, প্রধান কার্যালয় কর্তৃক “এফেক্টটিভ কমপ্লায়েন্স অব মানি মানিলন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইনান্সিং রিস্ক” শীর্ষক ব্যামেলকো কনফারেন্স-২০২৩ শনিবার (৪ নভেম্বর) আয়োজন করা হয়েছে।
আলোচ্য সম্মেলনে যমুনা ব্যাংকের সকল শাখার ব্যামেলকোগণ অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ বিশ্বাস, হেড অব বিএফআইইউ। সভায় আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব), মোঃ আব্দুস সালাম এবং ডিএমডি ও কেমেলকো এ. কে. এম আতিকুর রহমান।
সম্মেলনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউ’র বিশেষজ্ঞ ট্রেইনার অতিরিক্ত পরিচালক, কামাল হোসেন, যুগ্ম পরিচালক, মোহাম্মদ ওমর শরীফ এবং যুগ্ম পরিচালক, খন্দকার আসিফ রাব্বানী এবং যমুনা ব্যাংকের ডেপুটি কেমেলকো সাজিয়া আফরীন আতিক।