পুঁজিবাজারে তৃতীয় প্রান্তিকে আয় কমেছে মার্কেন্টাইল ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আলোচ্য সময়ে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ০১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস কমেছে ২৩ পযসা।
অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।