সোশ্যাল ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ‘সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’। যার ইংরেজি নাম ‘Social Islami Bank PLC.।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ তথ্য জানিয়েছে।
সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে।
এজন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নাম পরিবর্তিত করে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি করা হয়েছে।