সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট (জুট) খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৯২ পয়সা, যা পুনমূল্যায়িত হয়েছে ১ টাকা ৯৬ পয়সায়।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১৮ টাকা ১৪ পয়সা এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা ।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।