প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মিডল্যান্ড ব্যাংকের কম্বল প্রদান
নিজস্ব প্রতিবেদক: দেশের বিস্তীর্ণ জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫০০০ পিস কম্বল প্রদান করেছে।
বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উদ্যোগে শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিকট একটি নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম এবং পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ইতিপূর্বে সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন অসহায় মানুষদের জন্য জমিসহ ঘরনির্মান প্রকল্পে ১ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করে।
ইতিপূর্বে ব্যাংক শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধোতা কর্মসুচীর (সিএসআর) এর আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান করেছে।