পুঁজিবাজারে অব্যাহত পতনে অস্বস্তিতে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক :দেশের পুঁজিবাজারে অব্যাহত পতনে অস্বস্তিতে বিনিয়োগকারীরা। সময়ের সাথে সাথে তাদের হতাশা বাড়ছে। লেনদেন, সূচক কোনো কিছুই বিনিয়োগকারীদের পক্ষে নেই। ধারাবাহিকভাবে এসব কমছে। লেনদেন হলেও দিন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরে কোনো পরিবর্তন হচ্ছে না।সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, দর কমেছে ১১০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৯ টির।
ডিএসইতে ৪১৯ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৪০ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে।
সিএসইতে ১৬৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪ টির দর বেড়েছে, কমেছে ৬৮ টির এবং ৭২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।