এফএসআইবিএল’র উত্তরা মডেল টাউন শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার (১৪ নভেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির উত্তরা মডেল টাউন শাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, ঢাকা ব্রিলিয়্যান্ট স্কুলের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাটোয়ারী, আলিবাবা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সানদাস এক্সেসরিজের সিইও মোঃ মুসলিম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা দক্ষিণ ও উত্তরের আঞ্চলিক প্রধানদ্বয়, বিভিন্ন শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
নতুন ঠিকানাঃ উত্তরা সেক্টর ৩, রোড নং ০৭, প্লট ০২ এর মিলেনিয়াম টাওয়ারের ২য় ও ৩য় তলা।