আমি অন্যায়ের প্রতিবাদ করা মেয়ে, আত্মহত্যা কেন করব?

বিনোদন ডেস্ক: আত্মহত্যার গুঞ্জনে এবার নিজেই মুখ খুললেন তানজিন তিশা। নিজের মানসিক দৃঢ়তার কথা জানালেন নেটিজেনদের।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুস্থ হয়ে বাসায় ফিরে ফেসবুক লাইভে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। লাইভে এসেই নিজের শারীরিক অবস্থা আর আত্মহত্যার খবর নিয়ে অবস্থান খুলে বললেন।
ফেসবুক লাইভে তাকে বলতে শোনা যায়, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করা মেয়ে, আত্মহত্যা কেন করব? জীবনের সব কিছুর সাথেই ফাইট করতে পারব। টানা বিশ দিন কাজ করে হাপিয়ে গিয়েছিলাম, একটা মানসিক চাপ অনুভব করেছিলাম, এইটুকুই। এছাড়া আত্মহত্যার মতো কোন চেষ্টাই আমি করিনি। সবকিছুর প্রতিবাদ করব যদি কেউ ক্ষতির কারণ হয়ে থাকে আমার।’
তানজিন তিশা আরও বলেন, আমরা মানুষ, জীবন সবসময় একভাবে যাবে না। দু:খ, কষ্ট ও হতাশা থাকবে। এসব কিছু নিয়েই পথচলা। তাই বলে আত্মহত্যা করতে হবে নাকি?
বাবার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘বাবা মারা গেছে দুই বছর হতে চলল, সেটার রেশই এখনও পর্যন্ত কাটাতে পারিনি। অন্যকিছু নিয়ে এতটা সিরিয়াস হওয়ার মতো সময়ই হয়নি।’
তানজিন তিশা এসময় আরও বলেন, ‘কিছুদিন আগেই আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম, আত্মহত্যা কারও লাইফেরই সমাধান নয়, সেখানে আমি আত্মহত্যা করব? আত্মহত্যা করার মানুষ আমি নই।’
বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বুধবার রাতে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অভিনেত্রী তানজীন তিশা।