১০০ বিলিয়নেরও বেশি ডলারের রপ্তানি স্থগিত: বিজিএমইএ

শেয়ারবাজার ডেস্ক: পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, সাধারণ শ্রমিকরা সহিংসতার সঙ্গে জড়িত নয়। তিন সপ্তাহে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রপ্তানি স্থগিত করা হয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
ফারুক হাসান বলেন, গত বুধবার (১৫ নভেম্বর) থেকে সব কারখানায় কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় উপস্থিত থেকে কাজ করেছে। এটা ঘটেছে কারণ, সাধারণ শ্রমিকরা সহিংসতায় জড়িত ছিল না এবং তারা জানত কী ঘটছে।
বিজিএমইএ সভাপতি বলেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগ, শ্রমিক ফেডারেশন এবং উদ্যোক্তাদের, যারা দিনরাত কাজ করেছেন এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সমর্থন করেছেন, সহযোগিতা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে ফারুক হাসান বলেন, আমরা এ শিল্পে কোনো সহিংসতা বা প্রাণহানি সমর্থন করি না। বিজিএমইএ আর্থিক সহায়তা নিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যখন নির্ধারিত সময়ের মধ্যে মজুরি আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছিল এবং সব পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছিল, শ্রমিকদের প্রতি সবাই অনেক বেশি সহানুভূতিশীল ছিলেন, যখন শিল্প ন্যূনতম মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি মেনে নেয় এবং এটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেয়, তখন আমাদের প্রশ্ন, কার স্বার্থে এমন নৃশংস কর্মকাণ্ড করা হয়েছে? প্রকৃতপক্ষে, শিল্পটি তিনটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হারিয়েছে, শত মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রপ্তানি স্থগিত করা হয়েছে, রেগুলার বিলগুলোর গণনা হচ্ছে এবং সর্বোপরি একটি শিল্প এবং একটি জাতি হিসেবে আমাদের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি বলেন, একজন উদ্যোক্তা, যিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করেন এবং কারখানা চালানোর জন্য রিয়েল-টাইম লায়াবিলিটি গ্রহণ করেন, তিনি অবশ্যই তার শ্রমিক বা ক্রেতাদের অস্থিতিশীল করতে চান না। যেখানে গত এক দশকে আমরা ন্যূনতম মজুরি ৩১৬ শতাংশ বাড়িয়েছি; যেখানে গত এক দশকে আমরা আমাদের শ্রমিকদের জন্য বিশ্বমানের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি এবং ক্লিনার ও গ্রিন ম্যানুফ্যাকচারিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছি, সেখানে উদ্যোক্তাদের জন্য অগ্নিসংযোগ এবং ধ্বংস কোনো অবস্থাতেই একটি বিকল্প নয়।
Net exports are always plus items
কি বললো আর কি লিখলেন? মিলিয়ন আর বিলিয়ন, কিছু বোঝেন বিলিয়ন কাকে বলে?
Mr reporter pl try to understand the difference between billion and million.
এক লাখে এক বিলিয়ন হয় ।
Don’t hurry Mr. Reporter
Check the headline and details
রিপোর্টার ভাবছে মিলিয়ন আর বিলিয়ন সমান😂😂
১০০০মিলিয়ন =১বিলিয়ন
বিলিয়ন মিলিয়ন বুঝলাম না
কি হেডলাইন দেখলাম, কি পড়লাম।
ভালের খবর লেক ছুত।
মিলিয়ন আর বিলিয়ন এর পার্থক্য যারা বুঝে-না তারা আবার সংবাদ লেখে!
মিলিয়ন আর বিলিয়ন এর পার্থক্য যারা বুঝে-না তারা আবার সংবাদ লেখে!
Ten lacs make one milliom
মিলিয়ন ও বিলিয়নের পার্থক্য যারা বুঝে না, তারা সাংবাদিক নয়। সাঘাতিক!
বিজিএম সভাপতির কাছে প্রশ্ন গত তিন সপ্তাহে কত জন গার্মেন্ট শ্রমিক মারা গেছে? তাদের কথা বেমালুম অস্বীকার করলেন? হায়! স্যাকুলাস, বড় বিচিত্র এ দ্বীপ!
আরে ভাইজানেরা সাংবাদিক ঠিক ই বোঝেন মিলিয়ন আর বিলিয়ন এর পার্থক্য,কিন্তু আপনারা বোঝেন না মাইন্ড গেম কাকে বলে,যদি বুঝতেন তাহলে সাংবাদিক এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেন না কারন সে জানে মিলিয়ন লিখলে তার বস্তাপচা রিপোর্ট কেউ পোড়ত না তাই মাইন্ড গেম খেলল
এরাও সাংবাদিক!!!
এরাও সাংবাদিক!!!
Billion ar million ek noy….moreover sangatik …..
বদমাইশ এর দল, মিলিয়ন কে বিলিয়ন বানিয়ে দেয়।
দারাও তোমাদের নামে গুগল এ রিপোর্ট করছি
ফেক নিউজ এর জন্য
Lower class marketing bokachuda reportar
কি বললেন আর কি লিখলেন
মিলিয়ন না বিলিয়ন? বিলিয়ন মানে বুঝেন
Luck of quality education
মেয়াদ উত্তীর্ন গাজা সেবন করার ফল
প্রতিটি সেক্টরই এখন অটো পাশে সয়লাব,,
সাাংবিদকতা করে মিলিয়ন কি আর বিলিয়ন কি সেটাই বোঝেনা।
আসলে সজীব ওয়াজেদ এর 60 বিলিয়ন রেখে দেশে আসার পর সাংবাদিক মনে করেছে সজীব একাই যখন 60 বিলিয়ন নষ্ট করেছে সেখানে এগুলো গার্মেন্টস সকলে মিলে কি 100 বিলিয়ন হবে না!
সেজন্যই লিখেছেন
ফারুক হাসান স্যারের ফ্যাক্টরির নাম জায়ান্ট টেক্সটাইল লিমিটেড। বানিয়ারচালা,ভবানিপুর,গাজীপুর সদর,গাজীপুর। স্যার নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রকাশিত গেজেটে টেক্সটাইল শিল্প শ্রমিকের নাম নাই কেন?
এক মিলিয়ন সমান ১০ লক্ষ
আর ১বিলিয়ন সমান ১০০কোটি
মিলিয়ন ও বিলিয়ন এ গড়বড় হয়ে গেছে।
গনতন্ত্র, মানবাধিকার, জনগনের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত না হলে জাতির নিরাপত্তা ও রাজনৈতিক- অর্থনৈতিক মুক্তি অসম্ভব
অপেশাদার সাংবাদিক।
অপেশাদার সাংবাদিক।
স্থগিত কেন ও কে করেছে?
Just unsubscribe the news platform,, cz the reporter doesn’t know the difference between million and billion…
তোমাদের আব্বু আর আম্মু যেমন বিলিয়ন আর মিলিয়নের হিসাব বুঝে না, তোমরাও তেমন। একজনে ৩ লক্ষ শহীদকে ৩ মিলিয়ন বানাইছে আরেকজন ৭ বিলিয়ন রিজার্ভ কে মিলিয়ন বানাইছে
What’s ‘Million’ & ‘Billion’….Mr reporter??????
We r the readers going to be stupid, not u😇🤯👀
রিপোর্টারকে বিলিয়ন -মিলিয়ন পড়া লেখা করা উচিৎ 🥰🥰
প্রায় সবাই গন্ড মূর্খ।
সব আবাল যখন সাংবাদিক হয়ে যায় আর কি
দেশের বছরে রপ্তানি ৫০ বিলিয়ন এ এখনো যায় নাই। সেখানে তিন সপ্তাহে ১০০ বিলিয়ন!! মিলিয়ন করে ফেলেন,,,