ইস্টার্ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৩ আজ (২ ডিসেম্বর)ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, সিনিয়র ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকসহ প্রায় ১৪০ জন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ডিভিশন-১ এর পরিচালক আরিফ হোসেন খান অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ডিভিশন-২ এর পরিচালক মোঃ জবদুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের ঋণ, তারল্য, বাজার, বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা লেনদেন, মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত ঝুঁকিসমূহ, এবং সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. খোরশেদ আলম সম্ভাব্য ঝুঁকি ও তা নিরসনের বিভিন্ন পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাংকের ডিওএস-২ এর অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান ও যুগ্ম পরিচালক মোঃ রাশেদুল ইসলাম এবং ডিওএস-১ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মনির হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।