সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির আইপিও আবেদন আগামী ২১ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
সিকদার ইন্সুরেন্স শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লক্ষ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।