ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট জয়ের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা। আর এক পরিবর্তন নিয়ে খেলছে নিউজিল্যান্ড। ইশ সোধির বদলে মিচেল স্যান্টনকে নিয়েছে নিউজিল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ ঢাকার মিরপুরে। নিউজিল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের আনন্দে মাততে পারবে নাজমুল হোসেন শান্তর দল। আর যদি জিততে পারে, তাহলে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ করার স্বাদ দিতে পারবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়, সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
এর আগে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। ১৩৯ টেস্ট খেলা বাংলাদেশের এটি ১৯তম জয়।