চিনির দামে রেকর্ড!
শেয়ারবাজার ডেস্ক:চলতি সপ্তাহে ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম সাড়ে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। শীর্ষ উৎপাদক ব্রাজিলে সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে। একই সময়ে ফিউচারস মার্কেটে কমেছে কফির দামও।
খবর বিজনেস রেকর্ডার।
আইসিই ফিউচারসে মার্চে সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনির দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি পাউন্ডে দাম নেমেছে ২৪ দশমিক শূন্য ৫৮ সেন্টে। বাজার তথ্য বলছে, গত সপ্তাহে ৭ শতাংশ দরপতন ঘটেছে চিনির দরে।
ডিলাররা বলেছেন, সামনে ব্রাজিলের আবহাওয়া ভালো থাকবে বলে প্রত্যাশা। তাই দেশটি থেকে সরবরাহ অব্যাহত থাকবে।
অন্যদিকে মার্চে সরবরাহ চুক্তিতে সাদা চিনির দামও দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৬৯৩ ডলার ৯০ সেন্টে।
এদিকে গত সপ্তাহে ছয় মাসের সর্বোচ্চে ওঠার পর নিম্নমুখী কফির বাজার। মার্চে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির দাম চলতি সপ্তাহে ২ দশমিক ৮ শতাংশ কমেছে। পাউন্ডপ্রতি দর নেমেছে ১ ডলার ৭৯ সেন্টে। ডিলারদের প্রত্যাশা, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের কফি প্রধান অঞ্চলে প্রয়োজনীয় বৃষ্টিপাত হবে, যা পরবর্তী মৌসুমে পণ্যটির ব্যাপক ফলনে ভূমিকা রাখবে।
নভেম্বরে হন্ডুরাসের কফি রফতানি গত বছরের তুলনায় ৬২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে চলতি মৌসুমের চাষাবাদ বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে। জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে টনপ্রতি ২ হাজার ৪৬৭ ডলারে। আর শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী ভিয়েতনামে অনুকূল আবহাওয়া থাকায় দেশটি থেকে বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।