বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে: হাথুরু
স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে কখনোই নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। এই রেকর্ড ভাঙার প্রত্যয় নিয়েই এবার দেশটিতে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
কিন্তু প্রথম ম্যাচে হতাশই হতে হয়েছে তাদের। বৃষ্টি আইনে ম্যাচ হেরেছেন ৪৪ রানে।
এ ম্যাচের শুরু থেকে বারবারই বাধা হয়েছে বৃষ্টি। প্রথমে ৪৭ থেকে পরে ম্যাচ হয়েছে ৩০ ওভারের। তাতে বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে হতাশা আছে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ হারা সব সময় হতাশার। আমাদের কিছুই করার ছিল না, বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল, অন্য প্রান্ত থেকে আমাদের আরও ভালো করা দরকার ছিল। কন্ডিশনকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আর বারবার খেলা বন্ধ হওয়ায় ক্যাপ্টেন চাপে পড়ে যাচ্ছিল। ’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই হাফ সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। এ কারণে হয়নি বড় জুটিও। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হাথুরুকে।
উত্তরে তিনি বলেন, ‘ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাবো। ’
ডানেডিন থেকে বাংলাদেশের এখনকার গন্তব্য ওয়েলিংটনে। এখানেই নিজেদের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ। নেলসনের সেক্সটন ওভালে এর আগে তিন ওয়ানডে খেলে একটি জয় আছে তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩২২ রান করেছিল বাংলাদেশ। এবারও বড় রানের আশাই করছেন হেড কোচ হাথুরু।
তিনি বলেন, ‘উইকেট খুবই ভালো। এখানে আমরা আগেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, আমার মনে আছে সেটা ২০১৭ এবং ২০১৫ র বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল। আউটফিল্ডও খুব ভালো। আশা করছি হাইস্কোরিং ম্যাচ হবে। ডানেডিন থেকে এখানকার অবহাওয়া ভালো এবং ক্রিকেট উপযোগী আশা করছি ভালো ম্যাচ হবে। ’
দ্বিতীয় ওয়ানডের একাদশ কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘একাদশ নিয়ে আমরা এখনো ভাবিনি, উইকেট এখনো ভেজা। আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’