আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এগ্রো অর্গানিকা
নিজস্ব প্রতিবেদক : এসএমই প্ল্যাটফর্মের অধীনে এগ্রো অর্গানিকা পিএলসির সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ৩৩ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। গতবছর একই সময়ে ৯৮ পয়সা আয় হয়েছিল।কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ৯ মাসে ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আর প্রথম ৩ মাসে ইপিএস হয়েছে ৩০ পযসা।
এছাড়া আলোচ্য সময়ে এগ্রো অর্গানিকা পিএলসির কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।