প্রধানমন্ত্রীর সঙ্গে যুব চ্যাম্পিয়নদের সাক্ষাৎ করাবেন পাপন
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ জয়ের পর গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর মিরপুরে তাদেরকে নিয়ে বিসিবি বাকি আনুষ্ঠানিকতা সেরেছে। তবে সেখানে উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর একদিন পর আজ (মঙ্গলবার) যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলেও ডিনার সেরেছেন। নির্বাচনী ব্যস্ততার কথা উল্লেখ করে এরপর একটি ঘোষণাও দিয়েছেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি এখন আমার এলাকা ভৈরব থেকে আসলাম। আপনাদের বুঝতে হবে, এসেছি খালি ওদের জন্য। খেলা শেষে আমি শুধু অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তখনই আমাদের সিও-কে কথা বললাম যে ওদের সঙ্গে একবার দেখা করা দরকার। আমার এমন টাইট সিডিউল যে আসা সম্ভব না। ওদের জন্য আমি চলে এসেছি আবার চলে যেতে হবে।’
ক্রিকেটারদের সঙ্গে দেখা করা উচিৎ মনে করে নির্বাচনী ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসার কথা জানান পাপন, ‘আমি বলেছি যে আমি আবার যখন আসব তখন নাকি আবার চলে যাবে ওরা। সাউথ আফ্রিকায় চলে যাবে, কাজেই ওদের সঙ্গে আর দেখা হবে না। সেজন্য আমি ভাবলাম যে অবশ্যই ওদের সঙ্গে দেখা করা উচিৎ।’
যুব চ্যাম্পিয়নদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখা করতে চেয়েছেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান, ‘আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীও ওদের সঙ্গে দেখা করার জন্য একদম উদগ্রীব ছিলেন। আমি ওনারও যে সিডিউল দেখলাম ওনার পক্ষেও দেখা করা সম্ভব না এই সময়টায়। কিন্তু নির্বাচনের পরে অবশ্যই ওদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করবেন। মেয়েদের সঙ্গেও দেখা করবেন, দারুণ খেলছে মেয়েরা।’