আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ডিসেম্বর ২০২৩, বুধবার |

kidarkar

সাধারণ বীমার বিনিয়োগ বেড়েছে, কমেছে জীবন বীমার

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবসা করা বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ সম্মিলিতভাবে ২০২২ সালে কমেছে। সেইসঙ্গে কমেছে সম্পদের পরিমাণও। বিপরীতে সাধারণ বীমা খাতের বিনিয়োগ ও সম্পদের পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এতে বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।

বিআইএ’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জীবন বীমা খাতে বেসরকারি বিমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০২২ সালে ১০ হাজার ৬১৬ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৯ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০২২ সাল শেষ দাঁড়ায় ৩১ হাজার ৫৯৫ কোটি ৫০ লাখ টাকা। ২০২১ সালে ছিল ৩২ হাজার ৭৪৭ কোটি ৮০ লাখ টাকা। ২০২১ সালে বিনিয়োগ ছিল ৩৩ হাজার ৩৯৩ কোটি ৪০ লাখ টাকা। ২০২২ সালে তা কমে ৩৩ হাজার ৮ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

অপরদিকে, বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ ২০২১ সালে ছিল ৪২ হাজার ৯৪৬ কোটি ৮০ লাখ টাকা। ২০২২ সালে তা কমে ৪২ হাজার ৮৪১ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে সাধারণ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০২১ সালে ছিল ৩ হাজার ৭৮৪ কোটি ৯০ লাখ টাকা। ২০২২ সালে তা বেড়ে ৪ হাজার ১৬২ কোটি ৬০ লাখ টাকায় উন্নিত হয়েছে।

২০২১ সালে সাধারণ বীমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৫০৫ কোটি ৬০ লাখ টাকা। ২০২২ সালে তা বেড়ে ১১ হাজার ৭৬ কোটি ২০ লাখ টাকায় উন্নিত হয়।

২০২১ সালে বেসরকারি সাধারণ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ ছিল ৫ হাজার ৩২৯ কোটি ২০ লাখ টাকা। ২০২২ সালে তা বেড়ে ৫ হাজার ৯৮৬ কোটি ১০ লাখ টাকায় উন্নিত হয়েছে।

সভায় বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, ভাইস-চেয়ারম্যান, পি কে রায়-সহ বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওরা বক্তব্য দেন।

বক্তারা বিমা শিল্পের বিকাশে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভার সভাপতি ও বিআইএ’র প্রেসিডেন্ট শেখ করিব হোসেন সমাপনি বক্তব্যে সবাইকে একযোগে বিমা শিল্পের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.