মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি : শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক : মানুষ মেরে ভীতি সৃষ্টি করে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলেন,যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই।
বুধবার (ডিসেম্বর ২০) দুপুরে সিলেটে হজরত শাহজালাল (রা) এর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ ঘটনা ঘটিয়ে ফেলে। যারা অগ্নি সন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই।
বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এটা কি ধরণের খেলা। একজন (তারেক রহমান) লন্ডন বসে হুমুক দেয়। আর দেশে কিছু চ্যালা আছে আগুন দেয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।