দাপট দেখাল ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই দেশের পুঁজিবাজারে বেহাল দশায় রয়েছে মিউচুয়াল ফান্ড। দিনের পর দিন ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ড হঠাৎ করেই আজ দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে।
গত বুধবার (১৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচুয়াল ফান্ড আমাদের পুঁজিবাজারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। মিউচুয়াল ফান্ড খাতকে যত শক্তিশালী করা যাবে, দেশের পুঁজিবাজার ততটাই শক্তিশালী হবে।এ খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি সব রকমের চেষ্টা করে যাচ্ছে। এই খাতকে শক্তিশালী রূপ দিতে কমিশন থেকে সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান বলেন, দেশে মিউচুয়াল ফান্ড খাতের সম্প্রসারণের জন্য আগামীতে সক্ষমতা বৃদ্ধি এবং বিধিবিধান ও নীতি সংশ্লিষ্ট পুনর্গঠনে কমিশন কাজ করছে। এছাড়াও এই খাতে রেগুলেটরি অ্যাকশনগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সমন্বিত উদ্যোগে কাজ করবে।
বিএসইসির আশ্বাসের পর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর দামে বড় উত্থান হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আটটি স্থানই দখল করেছে মিউচুয়াল ফান্ড।
বুধবার সর্বোচ্চ দর বেড়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র। এদিন ফান্ডটির আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৭০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং কহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড।