সিলেটে নির্বাচনী জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
শেয়ারবাজার ডেস্ক : সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি।
এসময় সিলেটের একটি আঞ্চলিক গান ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান গেয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান সিলেটের আঞ্চলিক শিল্পীরা। ৪টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই। তারা মানুষকে ভোট দিতে দিচ্ছে না। শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা আরও নিগৃহীত হবে। বিদেশে বসে সন্ত্রাস কর্মকাণ্ড করে কোনোদিন সফল হতে পারবে না।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, রেল দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে জঙ্গিবাদী কাজ। এসব সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। বিএনপির একটাই কাজ মানুষ পুড়িয়ে মারা। ২০১৩ ও ২০১৪ সালেও দেখেছি তারা মানুষ পুড়িয়ে মেরেছে। এটা কী ধরনের আন্দোলন?’
ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কী ধরনের খেলা? একজন লন্ডনে বসে হুকুম দেয় আর দেশে কিছু চ্যালা আছে আগুন দেয়। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করা হচ্ছে।’