নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড আসন্ন (জানুয়ারি’২৪-ডিসেম্বর’২৪) জন্য মুনাফা ঘোষণা করেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ের জন্য চার বছর মেয়াদী এই বন্ডটির ইউনিটধারীদেরকে ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট আড়াই শতাংশ। আজ বন্ডটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।