ঘুরে দাঁড়াতে শুরু করেছে মিউচুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক :দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ড গত সপ্তাহজুড়ে দাপট দেখিয়েছে।মিউচুয়াল ফান্ডের প্রতি আবারও আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। ঘুরে দাঁড়াতে শুরু করেছে ফান্ডগুলো।
গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষ স্থানটি দখল করে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। ফলে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ইউনিট দর বেড়েছে ৩০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২২.৯৮ শতাংশ, এশিয়ান টাইগার স্বন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৬.৪৯ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ১৬.৪৬ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ১৫.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.৪৯ শতাংশ, কে এন্ড কিউয়ের ১১.৭১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১০.৮৩ শতাংশ, ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১০.১০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯.৬৩ শতাংশ।