আজ: বুধবার, ০১ মে ২০২৪ইং, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার |

kidarkar

দুই দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্স এর বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য। শীঘ্রই প্রবাসীদের ন্যায্য দাবি এনআরবি কার্ড প্রদানের প্রত্যয়ে মধ্য দিয়ে শুরু হল দুই দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩। নতুন প্রজন্মকে আমাদের জাতিসত্তা ও শিকড়ের সাথে যোগসূত্র গঠনের লক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ড এর জন্ম বলে জানান এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি শহীদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীল হুরেজাহান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য ভয়েস আমেরিকার খ্যাত সাংবাদিক ও উপদেষ্টা- এনআরবি ওয়ার্ল্ড, রকিয়া হায়দার বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি একজনের সাথে আরেকজনের যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য। বাংলাদেশীরা প্রথম প্রবাসে আসে জীবিকার জন্য, কিন্তু এখন প্রবাসীরা শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে। প্রতিবছর অনেক নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ক্রমে পাড়ি জমান। এই প্লাটফর্ম হতে পারে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ চলার স্থান।

এনআরবি ওয়ার্ল্ড-এর সভাপতি তার বক্তব্যে বলেন, এনআরবি প্রতিষ্টিত হয় প্রবাসী পরবর্তী প্রজন্মকে আমাদের মাতৃভূমির সাথে যোগসূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য এই প্রতিষ্ঠানটির জন্ম। তিনি আরো বলেন, আমরা সংগঠনটির উদ্যোগ নিয়েছি, কিন্তু এগিয়ে নেওয়া দায়িত্ব আপনাদের। তিনি বলেন, দেশ আমাদের অনেক দিয়েছে, আমরা দেশের কাছে ঋণী। এখন আমাদের সময় এসেছে এই ঋণকে শোধ করার। আর তা সম্ভব এনারবি ওয়ার্ল্ড এর সাথে যুক্ত হয়ে। তিনি সরকারের কাছে অবিলম্বে এনআরবি কার্ড প্রদানের প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভাপতি সাইদুজ্জামান জানান শীঘ্রই এনআরবি মোবাইল অ্যাপ উন্মোচন হবে। তিনি সকল প্রবাসীদের কাছে অনুরোধ রাখছেন নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার। সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, এখন বিজয়ের মাস । বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএসএ’র সিনেটর হতে পারতাম না। তিনি আরো বলেন, আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষা দেওয়া। তবে তারা আমাদের সবার সাথে যুক্ত হতে পারবে। যুক্তরাজ্য পার্লামেন্টটিয়াল ফয়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন, স্বপ্নটাকে বড় করে দেখতে হবে তবে তা আমাদের ধরা দিবে। আমাদের দেশের রাজনীতি প্রবাসে আমাদের বিভক্তি করেছে। আমাদের উচিত আমরা যেখানে বসবাস করি, আমাদের উচিত সেই দেশের রাজনীতির সাথে যুক্ত হওয়া, তবেই দেশ উপকৃত হবে।

কোডাস্ট ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, আমাদের সাথে আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এই সংগঠনটি এগিয়ে যাবে । সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, সরকারের কাছে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করা অনুরোধ জানান। দুবাই সরকারের বিশেষ প্রতিনিধি ড: ইসমাঈল বোয়ালহাউস বলেন, দুবাই হচ্ছে পৃথিবীর ইনভেস্টমেন্ট রাজধানী। আমাদের সরকার দুবাইতে সবাইকে বিজনেস করতে সহযোগিতা করে থাকেন। যে কেউ ইচ্ছে করলেই কম খরচে দুবাইতে বিজনেস শুরু করতে পারেন।

হেমি হোসাইন, জহির উদ্দীন, বশির আহমেদ, রেহাজ রেজা, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসাইন, আশিক কুমার সরকার, বিএম জামাল হোসাইন, এম্বাসেড মো. আবু জাফর বলেন আমাদের টাকার ভারসাম্যকে কমিয়ে আনতে স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই। এনআরবিরা এগিয়ে আসলে এই ভারসাম্যতা অনেক কমে আসবে। স্বাধীন ল্যাব এর বাংলাদেশ প্রধান হাসানুর রহমান এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩ এর মোরক উন্মোচন করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.