আজ: বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ইং, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার |

kidarkar

রোমাঞ্চকর জয়ে বছর শুরু লিভারপুলের!

স্পোর্টস ডেস্ক: অ্যানফিল্ডে সোমবার (১ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সালাহ। একটি করে গোল এসেছে কার্টিস জোন্স ও কোডি গাকপোর পা থেকে। নিউক্যাসলের হয়ে একটি করে গোল করেছেন অ্যালেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।

এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নয়েই অবস্থান করছে নিউক্যাসল।
এদিন শুরু থেকে আধিপত্য করে খেললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। গোলশূন্য ছিল নিউক্যাসলও। মূল লড়াইটা জমে উঠে দ্বিতীয়ার্ধে। ৬ গোলের সবগুলোই হয় দ্বিতীয়ার্ধে। অবশ্য নিউক্যাসলের গোলবারে স্লোভাকিয়ার গোলরক্ষক মার্তিন দুভরাওকা চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে গোলের সংখ্যাটা আরও বাড়তে পারতো।
৪৯ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ২২তম মিনিটে পেনাল্টি মিস করে তিনি দলকে হতাশায় ডুবিয়েছিলেন। তবে এবার আর সুযোগ হাতছাড়া করেননি। দিয়াসের দারুণ পাস ধরে ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান ডারউইন নুনেজ। নিখুঁত টোকায় সে বল জালে জড়ান সালাহ।
আক্রমণে দাপট দেখাতে না পারলেও পাঁচ মিনিট পরই সমতায় ফেরে নিউক্যাসল। বাঁ দিক দিয়ে শাণানো আক্রমণে অ্যান্থনি গর্ডন থ্রু পাস বাড়ান, অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক।
৬২ মিনিটে ফের  এগিয়ে যেতে পারতো লিভারপুল। তবে দিয়াসের শট জালে জড়াতে দেননি দুভরাওকা। অনেক চেষ্টার পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় অল রেডরা। বদলি নামা দিয়োগো জটার পাস গোল বারের সামনে পেয়ে জালে জড়াতে ভুল করেননি ইংলিশ মিডফিল্ডার জোন্স। এর চার মিনিট পরই ব্যবধান ৩-১ করেন গাকপো। সালাহর ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে আলতো টোকায় ঠিকানা খুঁজে নেন তিনি।
তবে ৮১ মিনিটে বোটমানের গোল আবারও অস্বস্তিতে ফেলে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান এ ডাচ ডিফেন্ডার।
অবশ্য ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে স্বস্তিতে ফেরান সালাহ। ডি-বক্সে জটাকে রুখতে গিয়ে ফাউল করে বসেন পুরো ম্যাচে নিউক্যাসলকে অনেকগুলো গোল হজম থেকে রক্ষা করা দুভরাওকা। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ম্যাচে নিজের জোড়া গোল তুলে নেন সালাহ। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 
শেয়ারবাজারনিউজ ডটকম/ শি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.