আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

এমটিবি ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর

নিজের প্রতিবেদক: বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাঙ্কাসুরেন্স হল একটি ব্যাংক এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ইন্স্যুরেন্স সেবা গ্রাহকরা কিনতে পারবেন।

গ্রীন ডেল্টার হেড অফিসে বুধবার (৩ জানুয়ারী) স্বাক্ষরিত এই চুক্তিটি ইন্স্যুরেন্স সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের বীমা কিংবদন্তি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমটিবি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন, এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন; এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ওয়াফী শফিক মিনহাজ খান প্রমুখ উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জনগণের আর্থিক ঝুঁকি নিরসন, সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার যাত্রায় ব্যাঙ্কাসুরেন্স একটি নতুন যুগের সূচনা করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.