আজ: সোমবার, ২০ মে ২০২৪ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জানুয়ারী ২০২৪, সোমবার |

kidarkar

ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং সেবায় যুক্ত হলো বেস্ট হোল্ডিং ও লো মেরিডিয়েন ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বেস্ট হোল্ডিং লিমিটেড (বিএইচএল) এবং এর অঙ্গ প্রতিষ্ঠান লো মেরিডিয়েন ঢাকা- এর সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত ০৩ জানুয়ারি ২০২৪ তারিখে লো মেরিডিয়েন ঢাকায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় লো মেরিডিয়েন ঢাকা সহ বিএইচএল গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

সেবাগুলোর মধ্যে রয়েছে পারসোনালাইজড স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রতিযোগিতামূলক রেটে ঋণ-সুবিধা এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) ও এফডি (ফিক্সড ডিপোজিট)- এর মতো আকর্ষণীয় সব ডিপোজিট স্কিম।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং, মো. মাহীয়ুল ইসলাম; এবং বেস্ট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, হাসান আহমদ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় অনুষ্ঠানে বিএইচএল ও লো মেরিডিয়েন ঢাকা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ডিরেক্টর, তাসনুভা ইসলাম; ফাইন্যান্স অ্যাডভাইজার, এ. বি. এম. আব্দুল্লাহ; অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর অব গ্রুপ এইচ আর এ. বি. এম. ইখতিয়ার হোসেন; হোটেল ম্যানেজার, কারিন জংম্যান; ডিরেক্টর অব ফাইন্যান্স, মুহাম্মাদ মহসিন; ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং, জুবায়ের চৌধুরী; ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস, ইমামুল হকসহ আরও অনেকে।

 

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড, এ. কে. এম. তারেক; হেড অব এমপ্লয়ি ব্যাংকিং, এ কে এম শাহাদুল ইসলাম; রিজিওনাল হেড, তানভির রহমান; ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড, আরিফ চৌধুরী; এবং অন্যান্য কর্মকর্তারা।

 

কর্পোরেট পেশাজীবীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.