আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০২৪, রবিবার |

kidarkar

স্মরনকালের ধস

শুরুতেই ২১৫ পয়েন্ট উধাও, অস্বাভাবিক পতন

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিন আজ রোববার (২১ জানুয়ারী) শেয়ারবাজারে স্বরণকালের ধস নেমে এসেছে। লেনদেনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্ট উধাও হয়ে যায়্।

লেনদেনের শুরুতেই ফ্লোর প্রাইস থেকে ফেরা প্রায় সব শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য হয়ে পড়ে। এই সময়ে লেনদেন হয় ৩২২টি কোম্পানির শেয়ার। যার মধ্যে ৩২০টি কোম্পানিরই দাম কমে যায়।

কেবল রেকিট বেনকিজার ও সেন্ট্রাল ইন্সুরেন্সের শেয়ার কিছুটা ইতিবাচক থাকে। অন্যান্য শেয়ার খুব কম পরিমাণে লেনদেন হয়।

এই সময়ে ফ্লোর প্রাইসের ওপরে থাকা শেয়ারগুলোও অস্বাভাবিকভাবে পতনে নেমে আসে। এতদিন যেসব শেয়ারের ক্রেতা ছিল, দাপট দেখিয়ে লেনদেন করেছে, সেসব শেয়ারেরও চোখে পড়ার মতো পতন দেখা যায়।

শেয়ারবাজারে এমন ধসে বিনিয়োগকারীদের মধ্যে এক অজানা আতঙ্ক দেখা দেয়। তারা বলতে থাকেন, যারা ফ্লোর প্রাইস তোলার জন্য এতদিন চাপ দিয়েছে, তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। তারা এখন বিনিয়োগকারীদের মেরে মুনাফা তোলার রাস্তা তৈরি করেছে।

এদিকে, বাজারের এমন ধসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোনো রকম সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তারা বাজার পর্যবেক্ষণ করছে। ধীরে ধীরে সক্রিয় হবে। তখন বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

২ উত্তর “শুরুতেই ২১৫ পয়েন্ট উধাও, অস্বাভাবিক পতন”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.