আইসিবি কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোগে রাউজান উপজেলার বিনাজুরী, জামুয়াইন, ইদিলপুর, উত্তর গুজরা, মোবারকখীল ও গহিরা গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে সুকুমার আশুতোষ মিলনায়তনে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক ড.সুবর্ণ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।
এছাড়াও আইসিবি’র চট্টগ্রাম শাখার উপ-মহাব্যবস্থাপক লুৎফুল কাদের, উপ-মহাব্যবস্থাপক রুহুল কবির, আইসিএমএল’র চট্টগ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার এ এস এম মনজুর মোরশেদ, আইএসটিসিএল’র চট্টগ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. সরওয়ার আলম সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।