আজ: শনিবার, ০৪ মে ২০২৪ইং, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার |

kidarkar

কুমিল্লার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের

সg্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে ঢাকার প্রথম পর্বে রাতের ম্যাচে রান হলেও দিনের ম্যাচগুলো ছিল লো স্কোরিং। সিলেট পর্ব দিয়ে মাঠে বইবে রানের ফোয়ারা—এমনটাই আশা করা হচ্ছিল। কারণ সিলেটের পিচ বরাবরই থাকে ব্যাটিংবান্ধব। গত মৌসুমেও এই ভেন্যুতে দেখা গিয়েছিল বেশ কিছু হাই স্কোরিং ম্যাচ। তবে চলতি আসরে যেন মিরপুরকেও ছাড়িয়ে যাচ্ছে সিলেটে। রান পেতে রীতিমতো সংগ্রাম করছেন ব্যাটাররা। আজ দিনের প্রথম ম্যাচেও টস জিতে ব্যাট করতে নামা কুমিল্লার ব্যাটসম্যানরা শুরুতে ধুঁকছিলেন।

রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ ওভার শেষে কুমিল্লার রান ছিল ৪ উইকেট হারিয়ে ১০৯ রান। আরেকটা লো স্কোরিং ম্যাচের দিকেই এগোচ্ছিল দুই বিগ বাজেটের দলের দ্বৈরথ। তবে শেষ চার ওভারে আজমতউল্লাহ ওমরজাই ও নবিদের ছোটখাটো ক্যামিওতে ৬৮ রান তোলে রংপুর। তাতে দলীয় পুঁজিটাও দেড়শ ছাড়ায়।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ১৬৫ রান। ৩৬ বলে ৩৭ রান করেছেন বাবর আজম। এ ছাড়া শেষ দিকে ২০ বলে ৩৬ রান করেন আজমতউল্লাহ। কুমিল্লার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রায়মন রেইফার। বল হাতে বাজে একটা দিন কেটেছে মুস্তাফিজুর রহমানের। ৪ ওভার হাত ঘুরিয়ে ১২ ইকোনমিতে দিয়েছেন ৪৮ রান। শিকার করেছেন একটি উইকেট।

চলতি বিপিএলে টস জিতে প্রতিপক্ষকে শুরুতে ব্যাটিংয়ে পাঠানোটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। গতকাল এই প্রথা ভাঙেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর কাপ্তান নুরুল হাসান সোহান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচগুলোতে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস গড়তে পারেননি রংপুরের ক্যারিবীয় ওপেনার ব্রান্ডন কিং। আজও ব্যত্যয় হলো না। ১২ বলে ১৪ রান করে তানভির ইসলামের বলে স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার বিদায়ে দলীয় ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার বাবর আজম ‘ধীরে চলো’ নীতিতে ব্যাট চালালেন। মন্থর ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে গেছেন। রনি তালুকদারের পরিবর্তে চলমান বিপিএলে প্রথম সুযোগ পাওয়া ফজলে মাহমুদ রাব্বি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছেন। ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩০ রান।

শামীম হোসেন পাটোয়ারীও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় রংপুর। আফগান এ অলরাউন্ডার ২০ বলে ১৮০ স্ট্রাইকরেটে ৩৬ রান করেছেন। ৬ বলে ১৫ রানের দারুণ ক্যামিও খেলেছেন সোহান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.