মেয়ের সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত?

বিনোদন ডেস্ক: গেল বছর ‘জেলার’ সিনেমায় ব্যাপক সাফল্য পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় সিনেমাটি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘লাল সালাম’। মেয়ে ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমাটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রজনী ভক্তদের। ১৬৩ মিনিটের সিনেমাতে রজনীকান্ত পর্দায় থাকবেন ৩০-৪০ মিনিটের মতো। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি তিনি। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
‘লাল সালাম’ সিনেমাতে মোট ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান।
মেয়ে ঐশ্বরিয়ার পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন অভিনেতা। দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত।
‘লাল সালাম’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত সহ অনেকে।