আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

দরপতন দিয়ে শেষ হলো এ সপ্তাহের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পুঁজিবাজার যখনই স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করে তখনই দুর্বল মৌলভিত্তির শেয়ারের দৌরাত্ব বেড়ে যাওয়ায় পুঁজিবাজারের স্থায়ী স্থিতিশীলতা হচ্ছে না। ফলে বার বার পুঁজিবাজার নিয়ে আস্থাহীনতার ভুগছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বাজারের এ আস্থাহীনতার পেছনে মুল রহস্য দুর্বল মৌলভিত্তির দৌরাত্বে।

সম্প্রতি টানা ছয় কার্যদিবস উত্থানের পর বিনিয়োগকারীদের মাঝে বাজার নিয়ে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও গত তিন কার্যদিবস নতুন করে দরপতনে হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা। টানা চার কার্যদিবস দরপতন পুঁজিবাজারে বাড়ছে দুর্বল শেয়ারের রাজত্ব।

এদিকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ২৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৮২ পয়েন্ট কমে ১৩৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ২১৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১০৭৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১১৭৩ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৫০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.