আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার |

kidarkar

নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে অমর একুশে পালিত

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রিয় ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ভাষা উৎসব ও দেওয়ালিকা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। এদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।

এতে সমাজবিশ্লেষক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, পিএইচডি (এলপিআর) প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ভাষা হলো বাংলা। আরবি, ফারসি, চায়নিজ ও জাপানিজসহ এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে সমৃদ্ধ আমাদের এই ভাষা। এখানে যেমন বক্সিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এসেছেন; তেমনি এসেছেন বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলীসহ নানা গুণী লেখক। সুতরাং এই ভাষা ও এর গল্প-প্রবন্ধ-সাহিত্যকে ছোট করে দেখার সুযোগ নেই।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ভাষার প্রতি সম্মানের প্রথম ধাপ হলো নিজে কী করতে পারছি- সেটা বিবেচনায় নেওয়া। আমরা প্রায়ই কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ ঘটাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি একুশ যে আমাদের প্রশ্ন করতে শেখায়Ñ সেই সৎ সাহসও ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, প্রশ্ন কেউ-ই পছন্দ করে না। আমরা যখন উর্দুকে রাষ্ট্র ভাষা করা নিয়ে প্রশ্ন তুলেছি, তখনই আমাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সুতরাং অধিকার ও ন্যায্যতার ক্ষেত্রে প্রশ্ন আমাদের করতেই হবে।

অনুষ্ঠানে বাংলা ভাষার দিক ও ভাষার আন্দোলনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ড. মো. গোলাম সামদানী ফকির ও অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। এ সময় নিজের ভাষার পাশাপাশি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তারা।

এর আগে বিশ্ববিদ্যায়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা চেয়ারপার্সনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন করা হয় বিভিন্ন ক্লাবের তৈরি দেওয়ালিকা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.