আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

চার ব্যাংকের বড় অংকের শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার লেনদেনকৃত শেয়ারের পরিমাণে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে চার ব্যাংক। ব্যাংকগুলো হলো এবি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ চার ব্যাংকের ৩ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ২৩৫ শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার লেনদেনকৃত শেয়ারে শীর্ষে থাকা এবি ব্যাংকের ১ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৩০২ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। এদিন ব্যাংকটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।

এবি ব্যাংকের পরিশোধিত মূলধন ৮৭৮ কোটি ১৩ লাখ ২০ হাজার ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৯৭ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৭ কোটি ৮১ লাখ ৩২ হাজার ১০৭। এর মধ্যে ৩১ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৫৭ শতাংশ সরকার, ২৩ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৬৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

একই দিন লেনদেনকৃত শেয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১ কোটি ২১ লাখ ২ হাজার ২৬ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৫ কোটি ৯৮ লাখ ৬ হাজার টাকা। মঙ্গলবার ব্যাংকটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৩ টাকা।

আইএফআইসি ব্যাংকের বর্তমানে পরিশোধিত মূলধন ১ হাজার ৮৩০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৭১৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৩২ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

তালিকার নবম স্থানে থাকা এসবিএসি ব্যাংকের মঙ্গলবার ৪৯ লাখ ১৭ হাজার ৮৪২ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকা। এদিন ব্যাংকটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়। বর্তমান ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার ও রিজার্ভে রয়েছে ২৬৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৭৭ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৪ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এছাড়া লেনদেনকৃত শেয়ারের শীর্ষ তালিকায় মঙ্গলবার দশম অবস্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের ৪৬ লাখ ৭৫ হাজার ৬৫ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা। এদিন ব্যাংকটির সর্বশেষ ও সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৭২ কোটি ৫৬ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০। এর মধ্যে ২০ দশমিক ৩৩ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৭০ শতাংশ বিদেশী ও বাকি ৪৬ দশমিক ৪৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে মঙ্গলবার ২৩ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৮ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৭৬৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.