দরপতনের শীর্ষে আরএসআরএম স্টিল
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ১৩৯ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আজ রতনপুর স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সামিট পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো আইটি কনসালটেন্টস, জিএসপি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল, অগ্নি সিস্টেম, বীকন ফার্মাসিউটিক্যালস।