নিজস্ব প্রতিবেদক: কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কোনাবাড়ি থানা এলাকার আরামবাগ পশ্চিম পাড়ায় শরীফের ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। এসময় পাশে থাকা আরও একটি ঝুটের গোডাউন ও তিনটি বাড়িতে আগুন লাগে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।