নিজস্ব প্রতিবেদক: “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্প আয়োজিত জামদানি ও ইমিটেশন জুয়েলারী-সুপণ্যের এই দুই দিন ব্যাপী (২২-২৩ ফেব্রুয়ারী ২০২৪) মেলা অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে ।
সুপণ্যের এই মেলায় সাভারের ভাকুর্তার এবং নারায়ণগঞ্জের রূপপুরের ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র ও সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি (সাস) এবং জানালা বাংলাদেশ যৌথভাবে এই মেলার আয়োজন করছে। আয়োজকরা জানান, সাভারের ভাকুর্তার এবং নারায়ণগঞ্জের রূপপুরের ক্ষুদ্র উদ্যোক্তারা এ প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন।