‘আইএফআইসি বিজন্সে কনফারেন্স মিট’ অনুষ্ঠিত
শেয়ারবাজার ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার সকল শাখা-উপশাখার কর্মীবৃন্দকে নিয়ে ২৪ ফেব্রæয়ারি ২০২৪, শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে দিনব্যাপী ‘আইএফআইসি লারজেস্ট নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স মিট’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও অন্যান্য উধ্বর্ত্বন কর্মকর্তাবৃন্দ।
এ অনুষ্ঠানে ঢাকা জেলা শহর, নারায়ণগঞ্চ ও নরসিংদী জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখার স্বীকৃতিস্বরূপ শাখা ও উপশাখার প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
মঞ্চে শাখা ও উপশাখার প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। তিনি উপস্থিত কর্মীদের সাথে মতবিনিময় শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।