সূচকের পতনে শেষ হলো আজকের লেনদেন
নিজের প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই কমেছে। আজ ডিএসইতে ৮০৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতদিন ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ (২৫ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৯৬ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৯ পয়েন্টে এসেছে।
এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।