বাড্ডায় ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।
শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.